নিউস ডেস্ক,মালদা : – বড়সড়ো সাফল্য পেল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আনুমানিক ৩২ কেজি গাঁজা সহ ধৃত পাঁচ, আনুমানিক দুই লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর গতকাল শুক্রবার সন্ধ্যাবেলা কোচবিহারের দিনহাটা থেকে হরিশ্চন্দ্রপুর এর দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাস্তায় ঘাটি পেতে থাকে। এরপর হরিশ্চন্দ্রপুর আঙ্গারমনি এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে পুলিশ। পুলিশি সূত্রে জানা গেছে এই দিন ঐ পাঁচজন একটি গাড়ি করে দীনহাটা থেকে হরিশ্চন্দ্রপুর এর দিকে আসছিল। এরপর আঙ্গারমনি এলাকায় পুলিশ গাড়ি আটক করে পাঁচজনকে গ্রেফতার করে বলে জানা গেছে। ধৃতরা হলো, ছোটোন নাগ (২৪), পলাশ দাস (২৪), বিশ্বনাথ বর্মন (২৯), বিধান দাস (২৩), মন্টু বর্মন (৫৬)। জানা যাচ্ছে যে আনুমানিক ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। বাইশটি গাঁজার প্যাকেট তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। আপাতত এই পাঁচ জনকে জেল হেফাজতে রেখেছে পুলিশ।