করোনা পরিস্থিতির মধ্যেই রবিবার থেকে চালু করা হয়েছিল শিলিগুড়ি স্টেশন থেকে মালদা কোর্ট স্টেশনগামী ডাউন প্যাসেঞ্জার ট্রেন (Demu Passenger)। রবিবার বিকেল এই ট্রেনটি হরিশ্চন্দ্রপুর স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায়। স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির গতি আস্তে থাকায় বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় ট্রেনটি। হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে, ১২০ জন মতো যাত্রী ছিল। সকলেই সুরক্ষিত আছেন।
লাইনচ্যুত হওয়ায় রেল লাইনের আশে পাশের বিভিন্ন গ্রামের প্রচুর উৎসাহী মানুষ লাইনের ধারে ছুটে আসেন। ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর ও কুমেদপুর স্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের আধিকারিকরা।