মলয় দে নদীয়া :-মুখ্যন্ত্রীর হুঁশিয়ারিই সার,!স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও অপারেশন করার পর রোগীকে ছাড়ার জন্য নগদ টাকার দাবি করার অভিযোগ উঠলো নদিয়ার রানাঘাটের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সূত্রের খবর, নদিয়ার কোতোয়ালি থানার জালালখালী এলাকার বাসিন্দা টোটন চক্রবর্তীকে গত শনিবার হাতে অপারেশনের জন্য রানাঘাটের একটি বেসরকারি হাসপাতাল মনোরমা হসপিটেক্স এ ভর্তি করেন তার পরিবার। অভিযোগ, প্রথমে স্বাস্থ্য সাথী কার্ড জমা নিয়ে অপারেশনের জন্য পনেরো হাজার টাকার মানি রিসিট করে দেয় হাসপাতাল কতৃপক্ষ। সেই মানি রিসিট জমা দিয়ে রবিবার তার অপারেসনও করে দেয় হাসপাতাল কতৃপক্ষ।
অভিযোগ, এর পরই সোমবার রোগীকে ছাড়িয়ে নিয়ে যেতে রোগীর পরিবারকে হাসপাতালে ডেকে আনে হাসপাতাল কতৃপক্ষ। এর পরই রোগীর পরিবারকে জানানো হয় স্বাস্থ্য সাথী কার্ডের টাকা পাওয়া যায়নি। তাই রোগী নিয়ে যেতে হলে নগদ টাকা জমা করতে হবে নচেৎ স্বাস্থ্য সাথী কার্ডের টাকা না পাওয়া পর্যন্ত রোগী কে হাসপাতালেই থাকতে হবে। আর এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছেন রোগীর পরিবার। তবে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও কি কারণে হাসপাতাল কতৃপক্ষ এমন সিদ্ধান্ত নিল, তা নিয়ে এখনো হাসপাতালের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।