স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়ে দুস্থ পরিবারের পাশে দাঁড়াল ব্লক প্রশাসন৷

মহম্মদ নাজিম আক্তার,মালদা : মালদহের চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের বাসিন্দা আরজিনা বিবি (৬০)৷ জটিল রোগে আক্রান্ত। দিন আনা দিন খাওয়া পরিবারে কীভাবে চিকিৎসা করাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। এই পরিস্থিতে ব্লক অফিসে যোগাযোগ করেন তার মেয়ে। বিষয়টি জানতে পেরে উদ্যোগ নেয় ব্লক প্রশাসনও৷ মাত্র কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে ওই পরিবারের পাশে দাঁড়াল ব্লক প্রশাসন৷

চলতি মাসের ৭ তারিখ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে ওই পরিবার বিডিও সাহেব বিষয়টি জানতে পেরে কার্ড দ্রুত পাইয়ে দেওয়ার চেষ্টা করেন৷ আজ বিডিও সাহেব তাদের হাতে কার্ড তুলে দেন৷ বিডিও সমীরণ বিশ্বাস জানান, “আমরা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে দুস্থ পরিবারকে খুব সহজেই চিকিৎসা পরিসেবা তুলে দিতে পারছি৷ আমি যখনই জানতে পারি উনি একটি ব্যধিতে আক্রান্ত তখনই আমরা চেষ্টা করি ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা যেন দ্রুত হয়ে যায়৷ আজ উনি স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েছেন৷ এই কার্ড হাতে পাওয়ায় ওনাদের যথেষ্ট সাহায্য হবে৷”