সোলার লাইট নিয়ে গন্ডগোলের জেরে মুর্শিদাবাদে গুলিবিদ্ধ 3
মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার টেকা নতুন পাড়া এলাকায় সরকারি সোলার লাইট নিয়ে গন্ডগোলের ফলে গুলি বিদ্ধ তিন জন ।
গুলি বিদ্ধ হলেন মিজান সেখ,রাকিবুল সেখ,পিয়ারুল শেখ সকলের বাড়ি টেকা নতুন পাড়া র ইসলামপুর থানার।
গুলি বিদ্ধ তিন জন কে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানেই চিকিৎসা হচ্ছে বলে সূত্রের খবর।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ফলে এলাকাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।যদিও এখনও কাও কে আটক করতে পারেনি পুলিশ।