এবার সোনামুখী শহরের রাস্তার ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল । মৃত ব্যক্তির নাম রনজিত সাহানি । বয়স 40 বছর । বাড়ি সোনামুখী পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের গোবিন্দ নগর এলাকায় ।
পরিবার সূত্রে জানতে পারা যায় , গতকাল সকালে বাড়ি থেকে বের হয় কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি আজ মঙ্গলবার সকালে সোনামুখী পৌরসভার গার্লস হাই স্কুলের সামনে রাস্তার ধারে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে পুলিশ সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পুলিশ মৃতদেহটি বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।