সোনামুখী থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার কর্মীদের

 


নরেশ ভকত, বাঁকুড়াঃ বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা গত একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ” আর নয় মহিলাদের অসুরক্ষা ” কর্মসূচি পালন করে আসছেন । সে মতই আজ সোনামুখী বিধানসভার অন্তর্গত বিজেপির মহিলা মোর্চার কর্মীরা, সোনামুখী থানার সামনে রাস্তার উপর বসে পড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন । সোনামুখীর নফর ডাঙ্গা থেকে একটি মিছিল করে তারা থানার সামনে জমায়েত হন এবং অবস্থান বিক্ষোভে সামিল হন । আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সুপ্রীতি চ্যাটার্জী , সোনামুখী নগর মন্ডলের সভানেত্রী সম্পা গোস্বামী , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির তপশিলি মোর্চার সভাপতি দিবাকর ঘরামি , তাপস মিত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী সুপ্রীতি চ্যাটার্জী বলেন , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্বেও এ রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় আর সে কারণেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যাতে আমরা মহিলারা সুরক্ষিত থাকতে পারি ।