সোনামুখীতে বড়োসড়ো ভাঙ্গন তৃণমূল কংগ্রেসে

নরেশ ভকত, বাঁকুড়াঃ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ততই ত্বরান্বিত হচ্ছে । সোনামুখীতে বড়োসড়ো ভাঙ্গন তৃণমূল কংগ্রেসে । এবার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতে ৫০০ জন সংখ্যালঘু সহ ১০০০জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন । এদের মধ্যে একজন তৃণমূলের পিয়ারবেড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও সোনামুখী ব্লক পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রয়েছেন । সোনামুখীর বিজেপি নেতা ব্রজ অধিকারীর নেতৃত্বে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় । যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুজিত অগাস্থি । তৃণমূল ছেড়ে বিজেপিতে এই যোগদান বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি আরো দুর্বল করল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সাংবাদিকদের বলেন , এই যোগদানের ফলে সোনামুখী বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন আরো বেশী মজবুত হবে বলে তিনি মনে করেন ।