মলয় দে, নদীয়া : – শহীদ মনু ব্যানার্জির স্মরণে গতকাল সন্ধ্যে ছটা নাগাদ ফুলিয়া টেকার স্ট্যান্ডে সিপিআইএম
শান্তিপুর – ফুলিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে এক স্মরণসভার আয়োজন করে। সেখানে মনু ব্যানার্জির বিভিন্ন স্মৃতিকথার মধ্য দিয়ে উঠে আসে, পরিস্হিতির প্রয়োজনে জনগণের স্বার্থ ক্ষুন্ন হলে সকলে দলবদ্ধভাবে বিভিন্ন আন্দোলন সংগঠিত করতে হয়। এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আবার। রাজ্যে দেশের সর্বত্র জাতপাতের লড়াই, এক শ্রেণীর সাধারণ মানুষকে দিনের-পর-দিন লোভ দেখিয়ে ভুল পথে পরিচালনা করার প্রয়াস, সহকারী প্রশাসনিক এবং আমলাতন্ত্রের জোর খাটিয়ে নানান বেনিয়মের জুলুম চলছে রাজ্য কেন্দ্র সর্বত্র। যার ফলে খুন রাহাজানি ধর্ষণ গরিব মানুষের প্রতি বঞ্চনা, প্রতিবাদী উপর অত্যাচার অবলীলাক্রমে চালাচ্ছেন তারা। এমনই নানা কথা উঠে আসলো আজকে স্মরণসভায়।
বিরোধীদের কুচক্রান্তর ফাঁদে পা দিয়ে বেশকিছু দলীয় কর্মী বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন অন্য দলে। সে দলের অভ্যন্তরীণ বিষয় আত্মোপলব্ধি করে নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাই আবারও জড়ো হচ্ছে লড়াইয়ের প্রতীক, শোষণের রক্তে সিক্ত , গরিবের অহংকার লাল পতাকা তলে। এমনটাই দাবি করলেন ফুলিয়া এরিয়া কমিটির সম্পাদক অনুপ ঘোষ। এর আগেও প্রতারণা ও বঞ্চনার বিরুদ্ধে লাল পতাকা হাতে রুখে দাঁড়িয়েছিলো মনু ব্যানার্জীর মতন সাহসী নেতা। তাঁর স্মরণসভায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আগামীর লড়াইয়ে। বহুদিন বাদে আবার, পুনর্জীবিত হতে দেখা গেলো বাম কর্মী সমর্থকদের, এদিনের জমায়েতে ছাত্র যুব মহিলা শ্রমিক-কৃষকের ছিলো চোখে পড়ার মতো।