নিউস ডেস্ক, মালদা :- জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আহত সাতজন। তীব্র উত্তেজনা ইংরেজবাজারের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নঘরিয়ায়। জানা গিয়েছে বোমা গুলিতে গুরুতর আহত তৃণমূল কর্মী আহত দাউদ শেখ বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামী তৃণমূল নেতা লাকি ওরফে আরিফ নাদাব। ঘটনা স্থলে ছুটে গেছে ইংরেজবাজার থানার পুলিশ।এই বিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন এটি আরাজনৈতিক ঘটনা, তবে আইনের উর্ধে কেও না। পুলিশ আছে জে দোষী শাস্তি পাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হেমন্ত শর্মা জানান দলের কেউ এই ঘটনায় যুক্ত হলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে।