মলয় দে, নদীয়া :- পূজো পার্বণ হোক বা পরিণয়, হিন্দু উপাচারে সব জায়গায় বরণডালা অত্যাবশ্যকীয়। বেত-বাঁশের চাঁচালি দিয়ে তৈরি এক বিশেষ ধরনের পাত্র যা ব্যবহৃত হয় কর্ম ক্ষেত্রে কৃষি পরিবারের চাল-ডাল মুড়ি ছোলার মতো নানা খাদ্যশস্য এবং নানাবিধ মসলা ঝাড়াই বাছাই করার কাজে। তবে বিভিন্ন শুভকর্মের উপাচারে বরণডালা সাজাতে কুলোর প্রয়োজন। আর এই কুলো নিয়ে, বিবাহের জল সাধতে যাওয়া হোক বা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে বাড়ির মহিলাদের হাতে কুলো দেখা যায়। আধুনিক প্রজন্মের ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবসায়ীরা নতুন ভাবে এই কৃষ্টি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে যদিও তা তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে। এই অভিনবত্বের খোঁজে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বিবাহে তাদের পরিবার এই ঐতিহ্য এখনো বহন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট এর দৌলতে।