নরেশ ভকত, বাঁকুড়াঃ বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনকে বিপন্ন করে কাজ করে চলেছেন । বাড়ি বাড়ি গিয়ে কোভিড আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা থেকে বর্তমান সময়ে দুয়ারে সরকার কর্মসূচি সহ বিভিন্ন সরকারি কাজ তাদের করতে হচ্ছে কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে সরকারের কাছে তারা অবহেলিত হয়ে আসছেন । সে কারণে সরকারি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সোনামুখী পৌরসভার অন্তর্গত স্বাস্থ্যকর্মীরা, তাদের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন । বেশকিছু সময় তারা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন । মূলত তাদের দাবিগুলি হল,
এক , 65 বছর পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে ।
দুই , পদ অনুযায়ী পে স্কেল এর ব্যবস্থা করতে হবে ।
তিন , সামাজিক সুবিধা পিএফ পেনশন , গ্রাচুইটি কর্মরত অবস্থায় মৃত্যুতে পৌষ্যর্গের সুরক্ষা ।
চার , HHW , FTS দের নির্দিষ্ট সময় অন্তর ইউনিফর্ম কিডস ব্যাগ ছাতা প্রদান করতে হবে ।
এ ধরনের দাবি-দাওয়া নিয়ে আজ তারা বিক্ষোভে সামিল হন । পাশাপাশি গতকাল কালীঘাটে স্বাস্থ্য কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজ তারা কালো ব্যাচ লাগিয়ে বিক্ষোভে সামিল হন ।কবিতা সাহা দাস , পাপিয়া চন্দ্র নামের পৌর স্বাস্থ্যকর্মীরা বলেন , আমরা যে বেতন পাই তা দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে । তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন, উনি আমাদের বিষয়টা যদি একটু মানবিকতার সহিত দেখেন তাহলে খুব উপকৃত হই ।