শেখ সাদ্দাম, মালদা :- এ বাংলা নিরপেক্ষতার৷ সর্বধর্ম সমন্বয়ই বাংলার এক এবং একমাত্র লক্ষ্য৷ ধর্মীয় ভেদা ভেদ, সাম্প্রদায়িক অশান্তিতে বিধ্বস্ত দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও একটুকরো সম্প্রীতির ছবি ধরা পড়ল মালদহের চাঁচলে।হিন্দুদের মন্দির নির্মাণে এগিয়ে এলেন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ মন্দির গড়তে আর্থিক অনুদান দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ও৷এ এক অনন্য সম্প্রীতির নজির গড়লেন চাঁচল থানার সিহিপুর গ্রামের মানুষ৷
উল্লেখ্য, সিহিপুর বারোওয়ারি দূর্গা মন্দিরের পুনঃ নির্মাণের কাজ বেশ কিছুদিন হল শুরু হয়েছে৷ আর সেই মন্দির নির্মানে আট লক্ষ টাকা বাজেট রয়েছে।সেই টাকা জোগানে এগিয়ে এসেছেন চাঁচল থানার সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। রবিবার চলছিল মন্দিরের ঢালাইয়ের কাজ। সেই উপলক্ষ্যে এলাকার পাঁচ শতাধিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে এক চটে বসে খিচুরি ভোগের আহার করেন ।এদিন এই পুনঃ-নির্মীয়মান মন্দিরে এক সম্প্রীতির আলোচনা সভার আয়োজন করা হয়, ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা।
সিহিপুরের রানা সেখ জানান, ধর্ম নিয়ে যখন সারা পৃথিবী জুড়ে মানুষ হানাহানি-হিংসাত্মক হয়ে পড়েছে৷ ঠিক তখনই এই ঘটনার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হল৷ ধর্ম নিয়ে ভেদাভেদ করে মানুষ কোনও দিনও এগোতে পারেনি, আগামী দিনেও পারবে না৷ তাই সর্বক্ষেত্রে, সর্বস্তরে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতেই তাঁদের এই উদ্যোগ।