সমাজের সব অংশেই শ্রদ্ধার সাথে পালিত হলো নেতাজী জন্মজয়ন্তী

মলয় দে নদীয়া:- নেতাজি জন্মজয়ন্তীর সকালটা শুরু হয়েছিলো শান্তিপুর নবজাগরণ সংস্থার প্রচেষ্টায়, ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির নেতাজির গলায় মাল্যদানের মাধ্যমে। এরপর বিভিন্ন সংস্থা থেকে গোটা শহর জুড়ে পালিত হয় এই বিশেষ দিনটি। বিভিন্ন ক্লাব, বারোয়ারি ,শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে দেখা গেলো। বিশেষ চাহিদা সম্পন্নদের সংগঠন সদস্যরা ক্লাব ব্যান্ড সহযোগে এসে মাল্যদান করতে দেখা গেলো। এই বছর শোভাযাত্রার ক্ষেত্রে গত বছরের তুলনায় বেশ কিছুটা কম বলেই মনে করছেন অনেকে। তবে ডাকঘর নেতাজি মোড় বাদেও, বিভিন্ন ক্লাব বারোয়ারি প্রতিষ্ঠানের নিজের নিজের এলাকায় জাতীয় পতাকা উত্তোলন ও নানাবিধ ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান চোখে পড়ে। শান্তিপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার সামনে এ ধরনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়।