কলকাতা নিউস ডেস্ক, ১৯ ডিসেম্বর : অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে শুভেন্দু অধিকারী বিজেপি যোগদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে। আজ মেদিনীপুরের জনসভাতে শুভেন্দু বলেন, তিনি বিজেপি-র কর্মী হিসেবে তিনি কাজ করবেন। দল যে নির্দেশ দেবেন, সেটাই তিনি করবেন। পতাকা লাগাতে বললে লাগাবেন, দেওয়াল লিখতে বললে লিখবেন। এই সভা থেকেই শুভেন্দু স্লোগান তোলেন, ‘‘তোলাবাজ ভাইপো হঠাও।’’ সেই সভাতে অমিত শাহ তৃণমূল দলকে তোলাবাজির দল আখ্যা দেন। তিনি বলেন ‘‘এক সময় তৃণমূলের কর্মীরা মা মাটি মানুষ স্লোগান দিয়ে তৃণমূলে এসেছিলেন। কিন্তু দিদি, আপনি সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপোবাদের স্লোগান, স্বজনপোষণের স্লোগানে পরিণত করেছেন।’’ রাজ্যের মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে বলেন ‘‘আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ-সহ এক ঝাঁক বিধায়ক ও নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দিদি, ভোট আসতে আসতে তৃণমূলে আপনি শুধু একা থাকবেন।’’