নরেশ ভকত ,বাঁকুড়াঃ সকালেই হাতির আতঙ্ক বাঁকুড়ায়। আজ সকালে হঠাৎই বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কালপাথর গ্রামে ঢুকে পড়ল পড়ে একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে খবর, ছোটগড়া জঙ্গল থেকে ওই গ্রামে ঢুকে পড়ে হাতিটি। গ্রামে ঢুকতেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এর আগে কোনোদিন ওই এলাকায় হাতির দেখা মেলে নি বলে জানায় গ্রামবাসীরা। হাতি দেখে নতুন করে চিন্তিত এলাকার মানুষ।