শুভেন্দু অধিকারীর ছবি পোড়ানো হলো মুর্শিদাবাদ জেলা তৃনমূল কার্যালয়ের সামনে।

মুর্শিদাবাদ নিউস :- মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর ছবি পোড়ানো হলো তৃণমূল পার্টি অফিসের সামনে।বেশ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়েন এবং দলবদল করেন। তিনি বিজেপিতে যোগদান করায় জেলা নেতৃত্ব নিয়ে জেলা পরিষদের কনফারেন্স হলে বৈঠক করেছিলেন জেলা তৃণমূল সভাপতি সাংসদ আবু তাহের খান এবং তিনি আশ্বাস দিয়েছিলেন তার অনুগামী বলে কেউ থাকবে না। আজ জেলা কো-অর্ডিনেটর অশোক দাস ও ছাত্র সভাপতি ভীষ্মদেব কর্মকার এর নেতৃত্বে শুভেন্দু অধিকারীর ছবি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং শ্লোগান দেয়া হয় গদ্দার হটাও।শুভেন্দু অধিকারী দলবদল করায় তৃণমূলের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছিলেন সাংসদ আবু তাহের খান।