শান্তনু রায়,পশ্চিম মেদিনীপুর : শীতবস্ত্র ও ছাত্রছাত্রীদের খাতা পেন প্রদান কর্মসূচির আয়োজন করলো কেশিয়াড়ী ব্লকের সাতশোল মা সাতভনী মাতা মেলা কমিটি। বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠান মধ্য দিয়ে এলাকার প্রায় ১০০ জন গরীব ও দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র ও এলাকার প্রায় ৭০ জন ছাত্র ছাত্রীদের হাতে খাতা ও পেন তুলে দেওয়া হয়।
প্রত্যক বছর মকর সংক্রান্তি উপলখ্যে ২রা মাঘ এই সাতভনী মাতার পূজো মেলা বসে । এই মেলাকে কেন্দ্র করে মানুষদের মধ্যে আনন্দ দিতে রয়েছে মাটির তৈরি বারোয়ারী প্রদর্শনী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যপী মেলা চলবে। বুধবার মেলার চতুর্থ দিনে পড়েছে। মেলা কমিটির অন্যতম সদস্য বলাই নায়েক জানান যে গ্রামের গুনিজনেরা নাকি এই স্বপ্নাদোষে এই জঙ্গল দেবীকে পেয়েছিলেন। সেই ১৯৪৭ সাল থেকে এই প্রাচীন মেলা হয়ে আসছে। অতীতে প্রবীণ গুণিজনেরা মেলা পরিচালনা করতেন, বিগত ১০ বছর সেই দায়িত্ব সামলাচ্ছেন যুবকেরা। প্রতিবছরই এই মেলাতে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে থাকে মেলা কমিটি। তারই অঙ্গ হিসেবে এদিনের মেলা কমিটির উদ্যেগে এইধরণের কর্মসূচিতে খুশী এলাকার মানুষ।