শিবরাত্রি উপলক্ষে বহরমপুরে গঙ্গার জল সংগ্রহ করতে এসে তলিয়ে গেল এক কিশোর lএই ঘটনার পর বহরমপুরের গঙ্গার ধারে প্রচুর মানুষ ভিড় করেন lখোঁজাখুঁজি শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আর খোঁজ মেলেনিl পরিবার সূত্রে জানা গেছে গঙ্গায় তলিয়েছে নিখোঁজ কিশোরের নাম সৌম্য বিশ্বাস lবাড়ি মুর্শিদাবাদের নওদা থানা খানপুর এলাকায়l