শান্তিপুর শ্মশান এর পাশে খাবারের দোকান ভষ্মিভূত অগ্নি সংযোগের ফলে

মলয় দে, নদীয়া :- রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেলো নদিয়ার শান্তিপুর শ্মশানের পাশে একটি খাবারের দোকান। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। দোকানের মালিকের অভিযোগ, শত্রুতা করে কে বা কারা রাতের অন্ধকারে তার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি জানান ওই দোকানের ওপরে তাঁর সম্পূর্ণ জীবিকা নির্ভর করে।এই অগ্নি সংযোগের ফলে দুর্ঘটনায় দোকানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মালপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছেন ওই দোকানদার। শর্ট সার্কিট বা নিজের গাফিলতির কারণে আগুন ধরেনি এ ব্যাপারে নিশ্চিত ওই দোকানদার। তিনি আন্দাজ করছেন, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই দুষ্কর্ম সাধিত হয়েছে। নাম না উল্লেখ করেই পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেছেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা যায় বিষয়টি , তদন্ত করে দেখা হচ্ছে।