মলয় দে নদীয়া :-শান্তিপুর পৌরসভার উদ্যোগে দিনদয়াল অন্তদয় যোজনা জাতীয় নগর জীবিকা প্রকল্পের অন্তর্গত নবনির্মিত ভবঘুরেদের আশ্রয় স্থল “দিশারী”। মঙ্গলবার শান্তিপুর পৌরসভা এলাকার নতুনহাট সংলগ্ন ফাঁড়ির নিকটে এই ভবঘুরেদের আশ্রয় স্থল নির্মাণ করা হয়েছে। যার শুভ উদ্বোধন করলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে। এছাড়াও এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা অতিরিক্ত জেলা শাসক বেনজিং ভুটিয়া। শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর একাধিক সদস্য।
এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এই ভবঘুরেদের আশ্রয়স্থল দিশারীর নির্মাণকাজে মোট সময় লাগে এক বছরেরও বেশি। আশ্রয়স্থল দিশারী মোট ঘরের সংখ্যা আঠারোটি, উচ্চতায় চারতলা, নির্মাণ কাজে ব্যয় হয় মোট এক কোটি ৪৫ লক্ষ টাকা। এই ভবঘুরে আশ্রয়স্থলে প্রায় দুশোরও বেশি ভবঘুরে থাকতে পারবে বলে জানান শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। এই ভবঘুরে আশ্রয়স্থলে যে সকল ভবঘুরে থাকবেন তাদের চিকিৎসা ও খাওয়া-দাওয়া দেখাশোনা সমস্ত টাই পরিচালনা করা হবে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে।