মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর পাবনা কলোনির স্কুল মাঠে আজ মতুয়া মহাসঙ্ঘের সভায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘাতিপতি প্রতাপ বনগাঁ লোকসভা কেন্দ্রের সংসদ শান্তনু ঠাকুর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন “মমতা ব্যানার্জি অনেক আইন জানেন না, মুখ্যমন্ত্রী হলেই যেসব আইন জানবেন এটা বাঞ্ছনীয় নয় এবং বাধ্যতামূলক নয়।নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শান্তনু ঠাকুর কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০০৩ সালের যে আইন সেটাতে ৫০ বছরের আগে না এলে নাগরিকত্ব পাবে না সেখানে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী ২০০৩ সালের আইনটাকে এড়িয়ে যাচ্ছেন। তিনি তো আর তাদের দায়িত্ব নেবেন না, যদি না নিয়ে থাকেন তাহলে ক্ষণিকের রাজনৈতিক স্বার্থেই কথা বলেন কি করে।