শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে সকাল সকাল দুটি ওয়ার্ড প্রচার সেরে ফেললেন পায়ে হেঁটেই

তীব্র দাবদাহেও অবিচল ষাটোর্ধ্ব রাজনৈতিক কিংবদন্তি শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে। বয়সের ভারে খানিকটা ক্লান্ত হলেও, তা শুধু প্রচন্ড রৌদ্রে। আর সেই ঘাটতি পূরণ করতে, বিকালের পর থেকে টানা রাত 11 টা পর্যন্ত, এবং সকালে ছয়টা থেকে দশটা পর্যন্ত সময় কোন মতেই হেলায় হারাতে চান না তিনি। এভাবেই চলছে তার প্রচার কার্য। আজ শান্তিপুর শহরের দু’নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বিস্তৃত এলাকা পায়ে হেঁটেই প্রচার কার্য সম্পন্ন করলেন তিনি। মতুয়া ভাই-বোনদের নিশান কাশি ডঙ্কা, ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিরঙ্গা বেলুন, নিয়ে প্রচারে দেখা গেল তাকে। বেশ কিছু বিশেষভাবে সক্ষমরাও, পদযাত্রায় অংশ নিয়েছেন তাদের সাথে। পাড়ার প্রায় প্রত্যেকটি মোড়ে ফুলের মালা পরিয়ে এবং পুষ্প ছড়িয়ে আগামির পথ চলার পাশে আছেন তা জানান দিচ্ছেন এলাকার বিভিন্ন বয়সী মাহিলারা। যুবক পুরুষেরা হাত মেলাচ্ছেন, বয়সে প্রবীণরা কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।