লোকালয় থেকে উদ্ধার বিশাল কিং কোবরা

নিউস ডেস্ক, রাজ্য :- ময়নাগুড়ির লোকালয় থেকে উদ্ধার হলো ১২ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল কিং কোবরা। এলাকার বাসিন্দারা সকালে হঠাৎই দেখতে পান ওই সাপটিকে। খবর দেওয়া হয় বন দফতরকে। এর আগেও এলাকা থেকে একাধিকবার শঙ্খচূড় সাপ উদ্ধার হয়েছে, তবে কিং কোবরা এ ভাবে লোকালয়ে দেখা যায়নি।

শুক্রবার বেলা ১১ টা নাগাদ চাকুলার হাটে ১২ ফুট লম্বা ওই সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। এর পর ময়নাগুড়ির পরিবেশপ্রেমী নন্দু রায় এবং বনকর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন তাঁরা। এরপর নন্দুর চেষ্টাতেই সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার করার পর সাপটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তারপর সেটিকে গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন দফতর।