নরেশ ভকত, বাঁকুড়াঃ লক ডাউন পরিস্থিতি তে দীর্ঘদিন পর আজ বাঁকুড়া টেশন এর উপর দিয়ে গড়ালো রেলের চাকা। সোমবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা খড়গপুর ডিভিশন এর বাঁকুড়া স্টেশনে প্রথম প্রবেশ করে ০২২২৮ পুরুলিয়া হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস। এছাড়াও আজ আরও তিন জোড়া ট্রেন চালানো হবে বলে রেলের পক্ষ থেকে জানাগেছে। তবে বেশিরভাগ প্যাসেঞ্জার মেমিউ ট্রেনকে এক্সপ্রেস ট্রেন হিসাবে চালাচ্ছে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন । এ কারণে সাধারন টিকিটের দাম অনেকটাই বেশি বলে অভিযোগ। কোন কোন ট্রেনের রিজার্ভেশন করতে হচ্ছে বর্ধিত ভাড়া দিয়ে, স্টেশনে থেকে টিকিট পাওয়া যাচ্ছে না এমনটাই অভিযোগ। এই নিয়েই যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তবে দীর্ঘদিন পর এই সেকশনে ট্রেনে চলায় খুশি সাধারণ যাত্রীরা।