শান্তনু পান , বেলদা :- বেলদা খাকুড়দা কেশিয়াড়ী সহ পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে বেলদা থেকে বেলদা হাওড়া লোকাল চালুর দাবিতে বেলদা স্টেশনে বিক্ষোভ অবস্থান করল ব্যবসায়ী সংগঠন।তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বেলদা হাওড়া লোকাল ট্রেন পরিষেবা চালু না হওয়ায়, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসার ক্ষেত্রে অধিক ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়।সেইসঙ্গে ঝুঁকিবহুল যাত্রা।
অবিলম্বে বেলদা হাওড়া লোকাল পরিষেবা চালু করতে হবে এই দাবিতে সোমবার সকাল থেকে বেলদা বাজারে একটি মিছিল ও পরে বেলদা স্টেশনে ট্রেনের ট্র্যাকে নেমে ও স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সংগঠনের লোকেরা। এদিন একজন ব্যবসায়ী সংগঠনের সদস্য রেললাইনের শুয়ে রেল অবরোধ সমর্থন করেন।তাদের দাবি না মানলে পরে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।