রামপুরহাটে বিজেপি যুব মোর্চার মিছিল

অরবিন্দ মন্ডল,রামপুরহাট : – আজ রামপুরহাটে বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। সকাল এগারোটায় রামপুরহাট পার্টি অফিস থেকে মিছিল বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। পরে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে সামনে অবস্থান-বিক্ষোভ করে বিজেপির যুব মোর্চার কর্মীরা এবং একটি স্মারকলিপি প্রদান করা হয় মহকুমা শাসকের কাছে।

এদিন গোটা রাস্তায় থালা-বাটি বাজিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মীরা ।বীরভূম জেলার যুব মোর্চার সভাপতি শান্তনু মন্ডল জানান মূলত পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকের এই ভুখা মিছিল আন্দোলন। এখানে দাবি করা হয়েছে টাকা পয়সার বিনিময়ে চাকরি না দিয়ে যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে। বর্তমানে তৃণমূলের সরকার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে যুবকদের এরই প্রতিবাদে আমাদের এই ভুখা মিছিল এবং বেসরকারি ক্ষেত্রেও রাজ্যকে আরো পদক্ষেপ নিতে হবে এই সমস্ত দাবি জানিয়ে আজকে এক ঘন্টার বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সদস্যরা রামপুরহাট থেকে।