রানাঘাট কোর্ট চত্বরে চললো গুলি

মলয় দে, নদীয়া :- রানাঘাট কোর্ট চত্বরে হঠাৎই আজ গুলি চললো, তবে অবশ্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নয় ! কাউকে লক্ষ্য করেও নয় ! অসাবধানবশত। আজ এস ডি ও অফিসের লাইসেন্সপ্রাপ্ত বন্দুকধারীদের রিনুয়াল এর তারিখ ছিল। আগে প্রতি বছরে নবীকরণ এর ব্যবস্থা থাকলেও বর্তমানে প্রতি তিন বছর অন্তর রানাঘাট সাব ডিভিশনের সকল বন্দুকধারীদের নবীকরণ এর জন্য আসতে হয়েছে রানাঘাট এসডিও অফিসে নবীকরণ ভবনে।

স্বভাবতই বন্দুক, পিস্তল নিয়ে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সাধারণ মানুষসহ নিরাপত্তাকর্মীরা। লাইনে দাঁড়িয়ে ছিলেন ধানতলা থানার অন্তর্গত হাজরাপুর গ্রামের হরি নারায়ন হালদার এবং সহদেব হালদার নামে দুই ভাই। সহদেব বাবুর ৭৩ ছর বয়স, পেছনে দাঁড়িয়ে ছিলেন ফুলিয়া নিবাসী অনিল হালদার।তিনি একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী ,তিনি তার পিস্তলের নবীকরণ করতে এসেছিলেন। পিস্তলটি তার হাতেই রাখা ছিলো। হঠাৎই তার ডান হাত, এবং সামনে লাইনে দাঁড়িয়ে থাকা হরিনারায়নপুর বাঁ পায়ের উরুতে এফোঁড় ওফোঁড় হয়ে যায় গুলি। দু’জনকেই রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে এটা শুধুমাত্র দুর্ঘটনা ছিলো। বর্তমানে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।