মঙ্গলবার রাতে এক তৃণমূল সমর্থকের বাড়িতে কে বা কারা বোমা ছুঁড়ে পালায়, তা পরিষ্কার বোঝা যায়নি। তবে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা পৌরসভার ২১নম্বর ওয়ার্ডে।
স্থানীয়রা জানান, ওই তৃণমূল সমর্থকের নাম রমেন সরকার। মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতী এসে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা মেরে পালিয়ে যায়।
এই বিষয়ে রমেন সরকার বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কিছু দুষ্কৃতী আমার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। কি কারণে এই বোমা ছুঁড়লো তা বলতে পারবো না।
চাকদা থানায় অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।