রাজ্য সরকারের উদ্যোগে হকারদের ভ্যাকসিন দেবে বহরমপুর পৌরসভা

করণা আবহাওয়াতে রাজ্য সরকারের উদ্যোগ হকারদের ভ্যাকসিন দেওয়া হবে জানালেন বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিক তিনি বলেন বহরমপুর পৌরসভায় তালিকাভুক্ত প্রায় 900 জন হকার আছেন এবং যারা তালিকার বাইরে আছে তাদেরও তালিকা ভুক্ত করা হবে দুটি ভাগে আগামী সোমবার থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে 18 থেকে 44 ও 45 এর উর্দ্ধে তিনি আরো বলেন সপ্তাহে দিন ঠিক করে তাদের ভ্যাকসিন প্রক্রিয়া চলবে এই আলোচনায় উপস্থিত ছিলেন সদর মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজিব সান্যাল ও আরো অনেকে।