রাজ্যে বিজেপি সরকার গঠন হলেই মিলবে চাকরি, প্রতিশ্রুতি কার্ড বিতরণ, বিজেপি যুব মোর্চার

নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ১৪ ডিসেম্বর :- ভারতীয় জনতা পার্টি নদীয়া জেলা উত্তর যুব মোর্চার পক্ষ থেকে রবিবার বিকেলে কৃষ্ণনগরে বিজেপির জেলা দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নদীয়া জেলা উত্তর সভাপতি সৈকত সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বৃন্দ।

আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব, মূলত এই বিষয়ে বেকার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের দিকে নজর রেখে চাকরি প্রতিশ্রুতি কার্ড প্রকাশের কারণে এদিনের সাংবাদিক বৈঠক বলে জানা গিয়েছে দলীয় সূত্রে। সারা পশ্চিমবঙ্গে আড়াই লাখেরও বেশি শিক্ষিত যুবক যুবতীদের ভবিষ্যতের কথা ভেবে ও পরবর্তীকালে তাদের সঠিক কর্ম সংস্থানের বিষয়ে নজর রেখে এই দিনের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে চাকরি প্রতিশ্রুতি কার্ড এর সূচনা করেন নদীয়া জেলা উত্তর যুব মোর্চার সভাপতি সৈকত সরকার। প্রতিশ্রুতি কার্ডের বিষয় তুলে ধরে এদিন তিনি বলেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের লক্ষ্য বেকার যুবক-যুবতীদের আজীবন আর্থিক সাহায্য নয়, তার বদলে প্রত্যেকের জন্য সঠিক কর্মসংস্থান নির্ধারণ করা। ইতিমধ্যেই বাস্তবায়িত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।

এই কার্ড পূরণ করার পর তার একটি কপি রেখে দেবেন নিজেদের কাছে। পাশাপাশি অপর কপিটি থাকবে বিজেপির কাছে। আইটি সেল এর মাধ্যমে একটি ডাটাবেস তৈরী করা হবে এইসব যুবক-যুবতীদের জীবনপঞ্জি নিয়ে। পরবর্তী সময় এই রাজ্যে বিজেপি সরকার গঠন হলে সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি দপ্তরে যোগ্যতা অনুযায়ী এইসব বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে এই দিন দাবি করেন সৈকত বাবু। পূর্বে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বেকার যুবক-যুবতীদের সুনির্দিষ্ট কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাধ্য থাকবে বলে লিখিত আকারে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা দেখায়নি বলে ঐদিনের সাংবাদিক বৈঠক থেকে দাবি করেন সৈকত বাবু।