রতুয়ার চাঁদমুনিতে শীতবস্ত্র দান ও তৃণমূলে যোগ

মহম্মদ নাজিম আক্তার, রতুয়া :- দূঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হল রতুয়া বিধানসভায়।মঙ্গলবার মালদহের রতুয়া-১ নং ব্লকের চাঁদমুনিতে বস্ত্রদান শিবির আয়োজন করা হয়।মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ ইয়াসিনের উদ‍্যোগে চাঁদমুনিতে প্রায় ৫০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয় ওই কর্মসূচিতে।শীতকালে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো সামাজিক কর্তব‍্য।

উল্লেখ্য,প্রতি বছরের মতো এবারও শীতকালীন সময়ে রতুয়া বিধানসভায় শীতবস্ত্র বিলি করেছেন সেখ ইয়াসিন।রতুয়া বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিলি অব‍্যাহত রয়েছে বস্ত্রদান।মঙ্গলবার চাঁদমুনি অঞ্চলে নবম দিনে ঠেকলো।পাশাপাশি এদিন প্রায় ৫০ টি পরিবার অন‍্যান‍্য দল থেকে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেছে সেখ ইয়াসিন।