মলয় দে নদীয়া :- নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের এবং বনগাঁর কিছু সহৃদয় যুবক রক্তের খোঁজে শতাধিক মোটরসাইকেল নিয়ে উত্তর ২৪ পরগনা বনগাঁ আরএস মাঠ থেকে রওনা দিয়েছিলেন গত ৯ই জানুয়ারি, উদ্দেশ্য একটাই সুসজ্জিত এই মোটরসাইকেল মিছিল সামনে মাইক প্রচার এবং লিফলেটের বার্তা থেকেই স্পষ্ট ” বিয়ের আগে ধৈর্য ধরুন! থ্যালাসেমিয়া পরীক্ষা করুন “, “রক্তের বিনিময়ে পাওয়া মানব জীবন, হতে দেবো না কারোর মরন!”
বনগাঁ থেকে বাদকুল্লা, বহরমপুর, ইসলামপুর, মানীভঞ্জন, দার্জিলিং হয়ে মিরিক পৌঁছাবেন তারা। পথে বিভিন্ন সেমিনার, সভা, স্লোগানে আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে চেতনার উন্মেষ ঘটাবেন তারা। উদ্যোক্তারা জানান, আজ শতাধিক যুবক রক্তদানে ব্রতী হলেও ভারত সংঘ ক্লাব এবং পারণ পল্লী লোকনাথ স্পোটিং ক্লাবের যৌথ এই উদ্যোগ আগামীতে সহস্রাধিক সংখ্যায় দাঁড় করাবেন আগামী বছরে।