যুব সমাজকে দিশা দেখানোর লক্ষ্যে জনসভার আয়োজন বিজেপির

 

নিজস্ব সংবাদদাতা ঃ- আর নয় অন্যায়,আর নয় বেকারত্ব,এবং পশ্চিমবঙ্গে যুব সমাজকে সঠিক দিশা দেখানোর লখ্যে জনসভার আয়োজন করলো ভারতীয় জনতা পার্টি। শুক্রবার কেশিয়াড়ী ভারতীয় জনতা পার্টির দখ্যিন মন্ডলের একটি শক্তিকেন্দ্র প্রমুখের উদ্যেগে মামিদপুরে এই জনসভা সংগঠিত হয়। এদিন জনসভা শুরুর আগে কর্মীরা মিছিলে পা মেলায়।এদিনের এই মিছিল সারা মামিদপুর এলাকা পরিক্রমা করে। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা তৃনমূল সরকারের নানা দুর্নীতির কথা তুলে ধরে,প্রতিবাদ জানান। এদিন নেতৃত্বরা বক্তব্যে তৃনমূল সরকারকে চোরের সরকার বলে কটাখ্য করেন এবং দুয়ারে সরকার কর্মসূচিকেও কটাখ্য করতে ছাড়েননি নেতৃত্বরা । এদিনের জনসভা থেকে গোপালপুর বুথ এলাকার প্রায় ১০০ টি সাধারন পরিবার বিজেপিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মঞ্চে উপস্থিত নেতৃত্বরা। একইসঙ্গে আগামী কাল মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা সফল করার বার্তা দেন নেতৃত্বরা এবং এই এলাকা থেকে প্রচুর সংখ্যক কর্মী যাতে সেই সভাতে উপস্থিত হয় আহ্বান জানান নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কেশিয়াড়ী দুই মন্ডলের সভাপতি সনাতন দোলাই, যুবজিত পালোই , বিধানসভার সংযোজক প্রশান্ত হাজরা, ব্লকের বিজেপি নেতৃত্ব বিমান জানা, শক্তিকেন্দ্রের প্রমূখ বাপন বাগ সহ অনেকেই।