ব্যুরো রিপোর্ট, চাঁচল,১৮ ডিসেম্বর : অবৈধভাবে দখল হচ্ছে রাস্তা, দখল করা হচ্ছে ফুটপাত যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি মানুষদের।চাঁচল থানার অন্তর্গত বিভিন্ন জনবহুল এলাকায় রাস্তা যানজট যেন নিত্যদিনের সঙ্গী। যা প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের কাছে।চাঁচল এলাকায় যানজট রুখতে সচেষ্ট ভূমিকা পালন করছে চাঁচল থানা পুলিশ। আর সেই ভূমিকা পালন করতে গিয়ে ড্রাইভারদের বিক্ষোভের শিকার হতে হল পুলিশকে। দীর্ঘক্ষন পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। এরপর দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো অটো মালিক ইউনিয়ন। অবশেষে আবার পুলিশের কথাতেই পথ অবরোধ তুলে নেন তারা।
জানা যায় এদিন দুপুরে কাজী নজরুল ইসলাম বাস টার্মিনাস এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে যাত্রী নামানো ও উঠানোর কাজ করছিল যাত্রীবাহী ছোট গাড়ি গুলি। যার ফলে বন্ধ হয়ে যায় রাস্তা। তীব্র যানজট তৈরি হয় ওই এলাকায়। দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশরা গাড়ির চালককে গাড়ি সরানোর কথা বলতে গেলে গাড়িচালক অভিযোগ তুলে পুলিশ তাদের মারধর করেছে। ঘটনাস্থলে জমায়েত হন স্থানীয় অন্যান্য যাত্রীবাহীগাড়িচালকেরা ও। এরপরে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গাড়িচালকেরা। খবর পেয়ে ছুটে আসেন গাড়ির মালিকেরা। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
যদিও পুলিশ সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে ড্রাইভারকে মারধরের অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অবৈধভাবে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে বলা হলে তারা হঠাৎ অভিযোগ করে বসে পুলিশ তাদেরকে মারধর করেছে। কিন্তু পুলিশ তাঁদের কোনও মারধর করেনি। তাদেরকে শুধুমাত্র গাড়ি সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।
যানজট কমানোর জন্য, পথচারীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি নিচ্ছে চাঁচল থানার পুলিশ। যাতে পথচারীরা নিরাপদে যাতায়াত করতে পারে। কিন্তু সাধারণ মানুষের কথা ভাবতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে পুলিশকে। পুলিশকে ঘিরেই দেখানো হচ্ছে বিক্ষোভ। পুলিশকে ঘিরে বিক্ষোভ এর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ।