ম্যারাথন দৌড় এর মধ্য দিয়ে জয়পুর পর্যটন মেলার শুভারম্ভ

নরেশ ভকত, বাঁকুড়াঃ প্রতিবছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে জয়পুর পর্যটন উৎসব এর। তারই শুভারম্ভ হয়ে গেল আজ সকালে। আজ থেকেই শুরু হলো এই পর্যটন উৎসব। সকালে ম্যারাথন দৌড় এর মধ্য দিয়ে এই মেলার শুভারম্ভ করা হয়। ম্যারাথন দৌড়ে প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলা উভয়ই যোগদান করেন। ম্যারাথন দৌড়ের জন্য দুটি স্থান নির্বাচন করা হয়। একটি রাজগ্রাম থেকে জয়পুর হাই স্কুল মাঠ সেটি পুরুষদের জন্য এবং অন্যটি বাঘাজোল থেকে জয়পুর হাই স্কুল মাঠ মহিলাদের জন্য। মেলা কমিটির সদস্যরা অত্যন্ত সুষ্ঠুভাবে এই ম্যারাথন দৌড় পরিচালনা করেন ও সম্পন্ন করেন।