মেয়ে সেজে ডাকাতির ঘটনা

মলয় দে নদীয়া :- মেয়ে সেজে রাতে ৩৪ নং জাতীয় সড়কে ডাকাতি চালাচ্ছিল একদল ডাকাতদল।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাংগা ঘাটিগাছা ৩৪ নং জাতীয় সড়কে।গতকাল রানাঘাট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রাতে হানা দেয় পুলিশ।সুত্রের খবর বেশকিছুদিন ধরে ওই এলাকায় মেয়ে সেজে রাতের অন্ধকারে ৬ -৭ জনের এক ডাকাতদল জাতীয় সড়কে দাঁড়িয়ে থেকে ডাকাতি চালাতো বলে অভিযোগ। পুলিশ গতকাল রাতে তাদের গ্রেপ্তার করে।এদের বাড়ি আমডাংগা এবং কল্যানী এলাকায়।তদন্তে নেমেছে রানাঘাট পুলিশ।ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ পাওয়া গেছে। ধৃত ২ জনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা যায় ।