মেমারি থেকে কানলা আসার পথে একটা আস্ত বাস গাড়ি ঢুকে পড়ল বাড়িতে জখম ৬জন. ঘটনাটি কালনা থানার অন্তর্গত উপলতি গ্রামের হনুমানতলায়. আজ সন্ধ্যা আটটা নাগাদ দ্রুত গতিতে আসছিল মেমারি থেকে কালনা আসছিল বাসটি. বাসের সামনে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে বাস ড্রাইভার রাস্তার ধারে থাকা আদিবাসীদের বাড়িতে বাসটিকে ঢুকিয়ে দেয়. বাড়িতে থাকা ৫জন এবং বাস যাত্রীদের মধ্যে একজন গুরুতর জখম হন. যাদেরকে কালনা মহকুমা হসপিটালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য. ঘটনার পর বাস ড্রাইভার পলাতক তদন্তে নেমেছে কালনা থানা পুলিশ.