মেজিয়ার তৃণমূলের জনসভা থেকে শুভেন্দুকে একহাত কল্যান বন্দ্যোপাধ্যায়ের। কটাক্ষ থেকে রেহাই পেলেন না রাজ্যপালও।

নরেশ ভকত, বাঁকুড়াঃ আমাদের দলের কিছু মীরজাফর নেতারা এখন বিজেপিতে গিয়ে খেপা ষাঁড়ের মতো দৌড়ে বেড়াচ্ছে, আর এই খ্যাপা ষাঁড়েদের কোন ট্রিটমেন্ট নেই। তৃণমূল থেকে সদ্য  বিজেপিতে যাওয়া বেশ কিছু নেতাদের ঠিক এই ভাষাতেই তীব্রভাবে কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার মেজিয়ার শ্রীনগর কলোনিতে তৃণমূলের এক জনসভায় উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের সঙ্গেও তুলনা করতে ছাডলেন না তৃণমূলের এই সাংসদ।  তিন-তিনটে দপ্তরের মন্ত্রী, তিনখানা চেয়ারম্যান, জেড ক্যাটাগরি নিরাপত্তারক্ষী, তবুও বলে আমার কোনো লোভ ছিলো না। আর এত কিছু পেয়েও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই খারাপ তাই না? খারাপ তো লাগবেই মুখ্যমন্ত্রীর চেয়ারটা যে তাকে ছেড়ে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় , তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে  খারাপ লাগবেই । এই ভাষাতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্রভাবে কটাক্ষের সুর শোনা গেল কল্যান বন্দ্যোপাধ্যায়ের গলায়। রাজ্যপাল জগদীপ ধনকরকে সাদা হাতি বলে মেজিয়ার জনসভা থেকে কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।