মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিজেপি নেতা শেখ ইয়াসিন

আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল শ্রমিকের। কেড়ে নিল এক তরতাজা প্রাণ। আবারো খালি হয়েছে মায়ের কোল। কথা ছিল কাজ থেকে ফিরে হবে একটা পাকা ঘর করতে হবে বোনের বিয়ে মনের মধ্যে বহু আশা নিয়ে কাজের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেই রতুয়ার বাসিন্দা। সুশান্ত চৌধুরী কিন্তু আর ফেরা হলো না কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার রতুয়া ১ ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গৌরিপুর গ্রামের মৃত শ্রমিকের নাম সুশান্ত চৌধুরী (২২)।
রতুয়ার মৃত শ্রমিকের পরিবার খুবই অসহায় সে কথা জানতে পেরে গৌরিপুরে ছুটে যান বিজেপি নেতা শেখ ইয়াশিন শেখ ইয়াশিন মৃত পরিযায়ী শ্রমিকের মায়ের হাতে ব্যক্তিগতভাবে নগদ আর্থিক সাহায্য তুলে দেন এবং পরবর্তীতে সবরকম সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।