মৃত্যুর মুখ থেকে বাঁচলেন বাবা ও ছেলে

কথায় আছে,’রাখে হরি তো মারে কে’।তা আজ জীবন্ত প্রমাণ দেখলেন হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দারা।অল্পের জন্য বজ্র বিদুৎতের হাত থেকে রক্ষা পেলেন বাবা ও ছেলে। আতঙ্কে পরিবার।জানা যায় আজ বিকেল দুটো নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঘুর্নিঝড় হয়। ঝড়ের সময় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা হামেদুল রহমান (৬০) তার বড়ো ছেলে বরজাহান আলি নিজের বাড়ির বারান্দায় বসেছিলেন।এই সময় বারান্দার পাশে বজ্রপাত হলে বাবা হামেদুল রহমানের গায়ের চামড়া পুড়ে ফোস্কা পড়ে যায় এবং ছেলে বরজাহান আলি গেঞ্জিতে আগুন ধরে যায় বলে খবর। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাবা ও ছেলে। তাদের শারীরিক ক্ষতির পাশাপাশি বাড়ির ইলেকট্রিক বোর্ডটিও উড়ে যায় বলে খবর।

পরিবারের লোকেরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করান।এখন তারা বাড়িতে আতঙ্কে রয়েছে।