অরবিন্দ মন্ডল, রামপুরহাট :- গতকাল ময়ূরেশ্বর ১বি মন্ডলের সভাপতি সুশান্ত দে এর নেতৃত্বে দক্ষিণগ্রাম পঞ্চায়েতের বানার্সপুর গ্রামের ৫৭টি মুসলিম পরিবার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন বিজেপির জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা মহাশয় এবং প্রাক্তন জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল মহাশয়, জেলার সাধারণ সম্পাদক মাননীয় অতনু চ্যাটার্জী এবং ১বি মন্ডলের সভাপতি সুশান্ত দে । বিজেপিতে যোগ দেওয়া পরিবারগুলি জানান, তারা বিভিন্ন দলের কর্মী ছিলেন সেই সমস্ত দলের দুর্নীতি ও দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে তারা সেই সমস্ত দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। আগামী দিনে বিজেপির প্রচার করবেন এবং দলের কাজ সামলাবেন।