নিউস ডেস্ক, মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত গোপগ্রাম গ্রামে একটি সরকারি বাসে আগুন লেগে যায়, সূত্রের খবর রানাঘাট থেকে রায়গঞ্জ যাওয়ার পথে গোপগ্রাম সংলগ্ন এলাকায় হঠাৎই বাসের মধ্যে ধোঁয়া বের হতে লাগে ড্রাইভার বুঝতে পেরে বাসের সমস্ত যাত্রীদের নামিয়ে দিয়েছিলেন। বাসে মোট ৫৫ জন যাত্রী ছিলেন।
আগুন লাগার কারণে বাস যাত্রীদের সমস্ত কিছুই জিনিস পুরে ছারখার হয়ে গেছে। সূত্রের খবর সার্কিটের প্রবলেমের জন্য এ আগুন । তবে বাসের যাত্রীদের শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি , তবে সময়মতো বাস থেকে নামতে না পারলে বড় সড়ক দুর্ঘটনা হতে পারতো বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।