নরেশ ভকত, বাঁকুড়াঃ মঙ্গলবার রাজ্যজুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিন পালন করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জন্মদিন পালন করলেন । কেক কেটে দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন । আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানান , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন আরো সুন্দর হোক সেই কামনা করি ।