মলয় দে, নদীয়া :- রানাঘাট পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে বেশ কয়েকটি ফ্লেক্সকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো রানাঘাট শহরতলীতে। “শহর যাতে দুর্নীতি মুক্ত থাকে তারই কারণে বিজেপি সমর্থনকারীরা বাবু চ্যাটার্জিকে আমরা চাইনা” এই দিন সকালে রানাঘাট পৌরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা পার্থসারথি চ্যাটার্জী ওরফে বাবু চ্যাটার্জির নামাঙ্কিত পোস্টার দেখা যায় শহরের বিভিন্ন প্রান্তে,যা স্বাভাবিক কারণেই প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলে।
বর্তমান রাজ্য রাজনীতি ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখা গিয়েছে দলের হেভিওয়েট নেতৃত্বর থেকে কর্মী-সমর্থকদের। ২০২১ এর নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এই মুহূর্তেদলীয় নেতা-কর্মীদের বিজেপিতে যোগদানের বিষয়টি রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের অভ্যন্তরে। এই পরিস্থিতিতে রবিবার সকালে রানাঘাট পৌরসভার প্রশাসক বাবু চ্যাটার্জির নামাঙ্কিত পোস্টার স্বাভাবিকভাবেই পুরো প্রশাসকের রাজনৈতিক অবস্থান সহ দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বলেই মনে করছেন একাংশের রাজনৈতিক ব্যক্তিত্ব। যদিও এই বিষয়ে দলীয় গোষ্ঠী কোন্দল এর কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করার পাশাপাশি তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন পার্থ সারথি চ্যাটার্জীর ওরফে বাবু চ্যাটার্জী।
এছাড়াও যারা পোস্টার নিয়ে রাজনীতি করে তারাই এর সাথে যুক্ত আছে বলে নাম না করে বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি। পাশাপাশি পুরো প্রশাসকের এই দাবিকে নস্যাৎ করে বিতর্কিত পোস্টারিং এর প্রসঙ্গে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন রানাঘাটের স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে মুখ্যমন্ত্রীর নদীয়া সফরের আগে এ ধরনের পোস্টারিং ই যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা রাজনৈতিক মহলে।