মালদার তুলসীহাটায় রক্তদান শিবির এবং কম্বল বিতরণের মতো জনকল্যান কাজে নামলো বিজেপি

মহম্মদ নাজিম আক্তার, মালদা : আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারের সাথে সাথে জনসেবামূলক কাজেও নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন রক্তদান কর্মসূচি রাখা হয়ছিল মালদার তুলসীহাটা এলাকায়। রক্তদান করলেন পার্টির কর্মীরা। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ে।

“সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে
১টি মিনিট করলে খরচ ১টি জীবন বাঁচে”

এই প্রবাদকে সঙ্গে নিয়েই শীতবস্ত্র দান ও রক্তদান শিবিরের আয়োজন হল গেরুয়া শিবিরের তরফ থেকে। আজ সকালে শিবিরের সূচনা করেন পদ্মশিবির থেকে। এরসাথে প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষকে তাদের শীত নিবারণের জন্য তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয় সংগঠন। এদিন রক্তদাতা হিসাবে নানান বয়সের যুবক থেকে সাধারন মানুষের উপস্থিতি চোখে পড়ে। জরুরীকালিন অবস্থায় মানুষ যেন রক্ত পায় এবং রক্তদানে মানুষকে উৎসাহিত করা সাথে সংগঠনের তরফে জনসংযোগ বৃদ্ধিই আজকের শিবিরের মূল উদ্দেশ্য বলে জানালেন আয়োজকরা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা জেলার সাংসদ খগেন মুর্মু, মালদা জেলা বিজেপি সম্পাদক, যোগদান প্রমুখ দীপঙ্কর রাম ছাড়াও অন্যান্য জেলা এবং ব্লক নেতৃত্ব।ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী প্রদীপ্ত সাহা এই প্রসঙ্গে জানান, ” আমাদের কর্মসূচি ছিল রক্তদান শিবির। এবং তার সাথে প্রায় ১৫০ জন গরিব দুঃখীর হাতে কম্বল তুলে দিতে পেরেছি আমরা। ৩০ জনের মতো মানুষ রক্তদানের জন্য এগিয়ে এসেছে। আমাদের নেতৃত্ব বৃন্দ এবং আরো সকল ভায়েরা রয়েছে আমাদের সাথে। এই কর্মসূচি আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি।”