মহম্মদ নাজিম আক্তার,মালদা: কে হবে প্রার্থী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মালদহের প্রত্যেকটি বিধানসভার শাসকদলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।প্রত্যেকেরই দাবি তাদের যোগ্যতম নেতা লড়ুক বিধানসভায় প্রার্থী হিসাবে। নন্দী গ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় নিজের আসনের রফা করতেই রাজ্য শাসকদলীয় কর্মী-সমর্থকদের মধ্যে খুশি হাওয়া বইতে শুরু করেছে। ঠিক সেই মুহুর্তে মালদহের হরিশ্চন্দ্রপুর ৪৬’নম্বর বিধানসভা কেন্দ্রে রাস্তায় রাস্তায় পছন্দের তৃণমূল নেতার পোষ্টার ঝুলালো অনুগামীরা।
পোষ্টারে লেখা বাংলার গর্ব মমতা আর একদিকে তৃণমূল সুপ্রিমো ও রাজ্য তৃণমূল যুব সভাপতির পাশে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের ছবি। আর এই পোষ্টার বিপক্ষ গোষ্ঠীর সন্দেহের কারণ। এলাকা সূত্রের খবর, বুলবুল খান বিরোধী দলের বিপক্ষে হরিশ্চন্দ্রপুরে লড়ুক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান কর্মসূচিতে এমনটাই দাবি উঠে আসছে। কৃষক সংগঠন তৃণমূলের অন্যান্য শাখা সংগঠন একই দাবি জানাচ্ছে। প্রার্থী ঘোষনার আগে পোষ্টার বিতর্কে ফের জড়ালো শাসক দল। রীতিমতো এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর ঘাসফুল শিবিরে।তিনি কি সর্বসেরা হরিশ্চন্দ্রপুরের মাটিতে, এই নিজে প্রশান্ত কিশোরের টিমও তদন্ত শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর।