মহম্মদ নাজিম আক্তার,মালদা: ট্রাক্ট্ররের সংঘর্ষে মৃত্যু হল ২ জনের বাইক আরোহীর, আশঙ্কা জনক ১। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মালদহের সামসীর ইমামনগর এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলেন মুনসুর আলি(২৬) ও দুলাল আলি (২৪)। আহত মুন্না আলি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাইকে করে চাঁচল-১ নং ব্লকের হাজাতপুর নদীশিক এলাকার তিন বন্ধু সামসীর দিক থেকে চাঁচলের অভিমুখে যাচ্ছিলেন । ইমামনগর এলাকায় জাতীয় সড়কে একটি বালি বোঝাই ট্রাক্টরে সজোরে ধাক্কা লাগে বাইকটির। ঘটনাস্থলেই তিনজন ছিটকে পড়লে দুজনের মৃত্যু ঘটে।মুন্না আলিকে আহত অবস্থায় মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁরও অবস্থা গুরুতর হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।তার বাড়ি চাঁচলের মকদমপুর অঞ্চলের টেঙরিয়া পাড়া গ্রামে।
সামসী ইমামনগর এলাকায় বেশ কয়েকজন বালির ব্যবসা করছেন। বালি জাতীয় সড়কে জমা করে রেখে ব্যবসার মুনাফার ফাইদা নিচ্ছেন। বালিতে গাড়ির চাকা পিছলে দুর্ঘটনার কবলে পড়ছে বাইক থেকে শুরু করে বিভিন্ন ছোটো বড়ো যানবাহন। পূর্বে ইমামনগর এলাকার বালির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে কয়েকবার দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি ব্যবসায়ীদের।দুর্ঘটনার জন্যও বালি ব্যবসায়ীরাদেরই দায়ী করেছেন স্থানীয়রা।