মহম্মদ নাজিম আক্তার,মালদা : সামনে আসছে বিধানসভা ভোট। কার্যত এবার বাংলা দখলের জন্য মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে চলছে বিভিন্ন রাজনৈতিক জনসভা,যোগদান কর্মসূচি,মিছিল। এইদিন বিজেপি সংখ্যালঘু জেলা সহ-সভাপতি মতিউর রহমানের নেতৃত্বে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ব্যাংড়ুয়া-ঢেটুল গ্রামে মিছিল ছিল বেশ কিছুটা ভিন্ন এবং অভিনব কায়দায়। মহিষের গাড়িতে করে ১৫ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে মিছিলের আয়োজন করা হয়। সম্ভবত এই ধরণের মিছিল এই প্রথম মালদহের হরিশচন্দ্রপুর এ।
এইদিন মালদার ৪৬ নম্বর বিধানসভা, হরিশচন্দ্রপুর এ ১৫ কিলোমিটার পথ জুড়ে অভিনব পদ্ধতিতে মিছিল এবং কাটমানি ইস্যুতে শাসকদলকে বিধলেন বিজেপির সংখ্যালঘু নেতা মতিউর রহমান। শুধু তাই নয় দুর্নীতি রুখতে রাজ্যে বিজেপিকে আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপির প্রতি আস্থা রেখে তিনি বলেছেন নরেন্দ্র মোদী এলে এই দুর্নীতি নিশ্চয় বন্ধ হবে।