বাংলার বিভিন্ন জায়গার মতো শুক্রবার বিকেলে মন্ত্রী আশীষ ব্যানার্জি র নেতৃত্বে রামপুরহাট তৃণমূল কার্যালয় থেকে বঙ্গ ধ্বনি যাত্রা শুরু হলো।ভোট কৌশলি প্রশান্ত কিশোরের পরামর্শ মতো বাংলা শাসক তৃণমূল দল একাধিক, পরিকল্পনা গ্রহণ করতে দেখা গেছে। সমাজের সব অংশের মানুষকে সম্মান প্রদর্শন করে নানান রকম আয়োজন দেখা গেছে এর আগে। যার মধ্যে কিছু প্রচারমূলকও আছে, এইরকমই আজ 11. 12 .2020 সারা রাজ্যে একসাথে ধ্বনিত হতে চলেছে বাংলার জয়ধ্বনি। তৃণমূলের মতে রাজ্য বাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রদত্ত সব রকম পরিষেবা যেভাবে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে পৌঁছেছে, তা আরো একবার স্মরণ করিয়ে দেওয়া। এক অংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য ভিন্ন ভাবে দেখছেন, পরপর এত কর্মসূচি! তাদের মতে ডানপন্থী দল গুলি অতীতে ঘন ঘন কর্মসূচিতে অভ্যস্ত ছিলেন না, তাই কর্মী-সমর্থকদের নিয়মিত কর্মসূচিতে আবশ্যক উপস্থিতির ফলে বিরূপ ধারণা হতে পারে।
অপর অংশে অবশ্য মনে করেন, কর্মসূচিতে মিলিত হওয়ার ফলে কর্মীদের মধ্যে আন্তরিকতা বাড়ে, বারে নেতার প্রতি আনুগত্য এবং নেতৃত্বদানের ইচ্ছা।